কলকাতা

জারি হল টালা ব্রিজ ভাঙার বিজ্ঞপ্তি, ৩১ জানুয়ারি মধ্যরাত থেকে বন্ধ গাড়ি চলাচল

টালা ব্রিজ ভাঙার বিজ্ঞপ্তি জারি হল। ৩১ জানুয়ারি রাত ১২টায় গাড়ি চলাচল বন্ধ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে টালা ব্রিজটি ঘিরে ভাঙার কাজ শুরু হবে। পূর্ত দপ্তরের অংশ কোন সংস্থা ভাঙবে তা টেন্ডার করে বরাত দেওয়া হয়ে গিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে চার কোটি টাকা। রেলের অংশ কোন সংস্থা ভাঙবে, তাও ঠিক হয়ে গিয়েছে। তার জন্য খরচ ধরা হয়েছে ২২ কোটি টাকা। উত্তরমুখী গাড়িগুলি চিৎপুর লকগেট উড়ালপুল দিয়ে চলাচল করবে আর দক্ষিণমুখী গাড়িগুলি ইন্দ্র বিশ্বাস রোড, বেলগাছিয়া উড়ালপুল দিয়ে যাতায়াত করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে চিৎপুর লকগেটের কাছে লেভেল ক্রসিং করার ব্যাপারে ১০ কোটি ৫৩ লক্ষ টাকা রেলকে দিচ্ছে পূর্ত দপ্তর। এদিন সেই টাকা দপ্তর থেকে ছেড়ে দেওয়া হল। পঞ্চানন মুখার্জি রোড ও কাশীপুর রোডের মধ্যে যোগাযোগের জন্য ওই লেভেল ক্রসিং তৈরি করা হবে। যা দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করবে। রেলওয়ে বোর্ড ওই লেভেল ক্রসিংয়ের জন্য অনুমোদন দিয়েছে। ২০ দিনের মধ্যে তা তৈরি হয়ে যাবে বলে পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিন বিজ্ঞপ্তি জারির পর সন্ধ্যায় পুলিস, পূর্ত দপ্তরের সঙ্গে বৈঠক করেন পরিবহণ সচিব নারায়ণস্বরূপ নিগম। তিনি বলেন, চিৎপুর লকগেট ও বেলগাছিয়া উড়ালপুল দিয়ে দুই মুখে গাড়ি চলাচল করবে। কোনও অসুবিধা হবে না। সবপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছে। দু-একদিনের মধ্যে কোন রুটে কী বাস চলবে, সেই সংক্রান্ত বিজ্ঞাপন জারি করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।