জেএনইউ-তে পড়ুয়াদের উপর হামলার ঘটনায় উত্তাল দেশের বিভিন্ন প্রান্ত ৷ বামপন্থী ছাত্র সংগঠনগুলি ABVP ও RSS-কে জেএনইউ-র ঘটনার জন্য দায়ি করে পথে নেমেছে ৷ কিন্তু, সেই অভিযোগ নস্যাৎ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ জেএনইউ-র ঘটনার জন্য ছাত্রদেরই দায়ি করলেন দিলীপ ৷ আরও একধাপ এগিয়ে তাঁর দাবি, পুরোটাই গট আপ গেম ৷ এদিন নদিয়ার কৃষ্ণনগরে এনআরসি ও সিএএ-র সমর্থনে একটি মিছিল ও জনসভার আয়োজন করে বিজেপি । সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । জেএনইউ-র ঘটনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন ,”দিল্লি পুলিশের অবশ্যই এই নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত । এটা বিশ্ববিদ্যালয়ের ব্যপার । বিশ্ববিদ্যালয় ও প্রশাসন বুঝবে । তবে পুরোটাই গট-আপ গেম । নিজেরাই মারামারি করেছে । যেমন বিল সম্বন্ধে মিথ্যা প্রচার করে সারা দেশে আগুন লাগানো হয়েছে, তেমনই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা ইশু তৈরি করেছে । মানুষ পুরোটাই বুঝে গেছে ।”