এবিভিপি-র বিরুদ্ধে ওঠা অভিযোগে ঢেকে ফেলার জন্যই হিন্দু রক্ষা দল হামলার দায় কাঁদে নিচ্ছে, প্রশ্ন নেটিজেনের
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার দায় স্বীকার করল ‘হিন্দু রক্ষা দল’ নামে একটি গোষ্ঠী। নিজেকে ওই গোষ্ঠীর নেতা হিসেবে দাবি করে ভূপেন্দ্র তোমর ওরফে পিঙ্কি চৌধুরী নামে এক ব্যক্তি। ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে তার দাবি, ‘জেএনইউ-এ দেশবিরোধী ও হিন্দু বিরোধী কার্যলাপ চলছে। তাই আমরা মেরেছি।’ যদিও সমালোচকদের একাংশের দাবি, এবিভিপি-র বিরুদ্ধে ওঠা অভিযোগে ঢেকে ফেলার জন্যই হিন্দু রক্ষা দল নামে ওই গোষ্ঠী নিজেরা হামলার দায় কাঁদে নিচ্ছে। ওই দিন রাতে যারা মুখ ঢেকে হামলা চালায়, তাদের চিহ্নিত করার জন্য ফেস-রিকগনিশন সফটওয়্যারের সাহায্য নিচ্ছে দিল্লি পুলিশ। সে দিনের ঘটনার একাধিক ভিডিও ও ছবি খতিয়ে দেখছে পুলিশ। সেই ছবি ও ভিডিও গুলিতে দেখা যাচ্ছে, প্রত্যেকের হাতেই লাঠি, লোহার রড ও হকি স্টিক। জেএনইউ ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষের অভিযোগ, এবিভিপি-র দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি।


