গত ৫ জানুয়ারি রবিবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ক্যাম্পাসে গিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা পাডুকোন। কিন্তু সেটাই যেন কাল হয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর জন্য। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর মুণ্ডপাত করতে শুরু করেছেন বিজেপির সদস্যরা। আলটপকা মন্তব্য করতে শুরু করেছেন বিজেপির নেতারাও। এর মধ্যেই আবার স্কিল ইন্ডিয়ার প্রমোশনাল ভিডিও থেকে দীপিকার ভিডিও বাদ দিয়ে দেওয়া হল। ওয়াকিবহাল মহলের মতে, জেএনইউয়ের পাশে দাঁড়ানোরই খেসারত দিতে হল দীপিকাকে। ৮ জানুয়ারিই দীপিকার ভিডিওটি প্রকাশিত হওয়ার কথা ছিল। যেখানে অ্যাসিড আক্রান্ত এবং স্কিল ইন্ডিয়া নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। ৪৫ সেকেণ্ডের ভিডিওটিতে সবার সমান ছুটি এবং নিজের সিনেমা ছপক নিয়েই কথা বলেছেন কিন্তু সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম দক্ষতা উন্নয়ন মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার প্রকাশিত হওয়ার কথা থাকলেও, জেএনইউয়ের ঘটনার পরই নাকি দীপিকার ভিডিওটি আপাতত বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রক।