১০০ বছর আগে শেষবার লাভা বেরোতে দেখা গিয়েছিল হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিকে। তারপর থেকে ঘুমিয়েই ছিল সে। হঠাত্করে সোমবার দুুপুর আড়াইটে নাগাদ জেগে ওঠে সে। কাঁপতে শুরু করে চারপাশের এলাকা। সেসময় সেই এলাকায় ১০০ জনেরও বেশি লোক ছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই পর্যটক। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়েছে। আহত অবস্থায় একাধিক পর্যটককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে এখনও কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। দূর থেকে সাদা ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। আগ্নেয়গিরি অগ্নুত্পাত শুরু হয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তবে এর জন্য সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ধোঁয়া নির্গত হওয়ায় দৃশ্যমানতা কমতে শুরু করেছে, তাই পর্যটকদের এয়ারলিফট করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।