কলকাতা

জেলাশাসকদের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার

পুরভোটের প্রস্তুতিতে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। এই বৈঠকের আলোচ্যসূচিতে ছ’টি বিষয় রয়েছে। সেগুলি হল, সমস্ত বুথকে সরজমিনে খতিয়ে দেখা, বুথের পরিকাঠামো তৈরি করা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বুথে যাওয়ার পথ সুগম করা ইত্যাদি। দক্ষিণ ২৪ পরগণা বাদে বাকি সব জেলার নতুন ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সেই ভোটার তালিকার উপর ভিত্তি করে পুরভোটের ব্যবস্থা করা হবে। ভোট সংক্রান্ত কোনও বকেয়া রিপোর্ট থাকলে তা নিয়েও আলোচনা হবে। ভোট পরিচালনার জন্য কর্মীদের তথ্য সহ ডেটাবেস তৈরির প্রক্রিয়া শুরু করতে হবে। সেক্ষেত্রে কোনও জেলার সঙ্গে কোনও জেলার যেন সমন্বয়ের অভাব না হয়। ওয়েবসাইটে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং ওয়েব বেসড গ্রিভেন্স সেল তৈরি হবে। এই বৈঠক থেকেই রাজ্য জুড়ে পুরভোটের প্রস্তুতি একেবারে জোরকদমে শুরু হয়ে যাবে বলে মনে করছে অভিজ্ঞ মহল।