দেশ

জেল থেকে বেরিয়েই ফের মিছিলে চন্দ্রশেখর আজাদ, মসজিদে বসেই পাঠ করলেন সংবিধান

ফের জামা মসজিদে চন্দ্রশেখর আজাদ। সেই জামা মসজিদে বসেই সংবিধান পাঠ করলেন ভীম আর্মির প্রধান। শুক্রবার রাত ন’‌টার মধ্যেই দিল্লি ছাড়তে হবে চন্দ্রশেখরকে। দু’‌দিন তাঁকে শর্তাধীন জামিন দিয়েছে দিল্লির তিশহাজারি কোর্ট। শর্ত দেওয়া হয়, দিল্লি বিধানসভার ভোট শেষ না হওয়া পর্যন্ত দিল্লিতে থাকতে পারবেন না তিনি। তবে দিল্লি ছাড়ার আগে জামা মসজিদ চত্বরে যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত। জামা মসজিদে এসে চন্দ্রশেখর জানিয়েছেন, ‘‌জামা মসজিদে আসার আগে গুরুদ্বার এবং মন্দির হয়েই এসেছি। আমি আদালতের নির্দেশ মেনে চলছি। ২৪ ঘন্টার মধ্যে আমাকে দিল্লি ছাড়তে হবে।’‌ শর্ত অনুযায়ী কোনও প্রতিবাদে অংশ নেবেন না চন্দ্রশেখর। আজাদের সঙ্গে জামা মসজিদে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। ‘‌আজাদি’‌ স্লোগানও তোলা হয়।
জামা মসজিদ চত্বর থেকেই গত ২১ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। তবে দিল্লি পুলিশকে এই গ্রেপ্তারির জন্যে ভর্ত্‍সনাই করেছিল তিশ হাজারি আদালত। বিচারক কামিনী লাও দিল্লি সরকারি আইনজীবীকে বলেন, ‘সাংবিধানিক অধিকারেই প্রতিবাদ জানিয়েছেন চন্দ্রশেখর।’