বিনোদন

জোয়ার ভাগ্যে ক্রিকেটের ভাগ্য! ট্রেলার জমাট রহস্য

২৫ জুন, ১৯৮৩ দিনটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কারণ এদিনই ক্রিকেটে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু দিনটি ক্রিকেটের ক্ষেত্রে উল্লেখযোগ্য আরও একটি কারণে। এদিনই জন্মেছিল জোয়া সোলাঙ্কি। জোয়ার ভাগ্য খুব একটা ভাল নয়। প্রেম তার জীবনে বেশিদিন থাকে না। পেশাগত জীবনেও দুর্ভাগ্য তাকে তাড়া করে বেড়ায়। কিন্তু ভাগ্য তার সদয় একমাত্র ক্রিকেটের ক্ষেত্রে। ঘটনাক্রমে তা জানতে পারে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। এবার জোয়ার ভাগ্যকে কাজে লাগাতে শুরু করে বোর্ড। খেলোয়াড়দের পেশাগত মানসিকতা বদলে যায়। খেলা বা ময়দানে গিয়ে প্র্যাকটিসের বদলে জোয়ার ভাগ্যের দিকে তাকিয়ে থাকে তারা। আর জোয়া? তার ভাগ্যের কারণে গোটা দেশ দেবী বানিয়ে ফেলেছে। তার পুজো করা হয়। তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে সৌভাগ্যের কামনা করে লোকজন। ধীরে ধীরে জোয়া নিজেও এই ভাগ্যের গোলকধাঁধাঁয় আটকে পড়ে। ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর গল্প এভাবেই সাজিয়েছেন পরিচালক অভিষেক শর্মা। অনুজা চৌহানের বই ‘দ্য জোয়া ফ্যাক্টর’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। আজ মুক্তি পেল ছবির ট্রেলার। ছবিতে জোয়ার ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর। এছাড়া রয়েছেন সঞ্জয় কাপুর, অঙ্গদ বেদি-সহ অনেকে। জোয়ার বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন মালায়ালাম অভিনেতা দলকের সলমন। এর আগে ইরফান খান অভিনীত ‘কারওয়াঁ’ ছবিতে তিনি অভিনয় করেন। ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘দ্য জোয়া ফ্যাক্টর’। সিনেমাপ্রেমীদের পাশাপাশি ক্রিকেটপ্রেমীরাও এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে।