ঝাড়খণ্ডে সরকার গড়ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট ৷ তারা ৪৭ টি আসন পেয়েছে ৷ জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেন ২৫ হাজার ৭৪০ ভোটে দুমকা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ ঝাড়খণ্ডে জয়ের জন্য হেমন্ত সোরেনকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর টুইটের পরে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তিনি বলেন, ” ঝাড়খণ্ডের মানুষের রায়কে আমরা সম্মান করি ৷ বিগত পাঁচ বছর ধরে রাজ্যকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই ৷”

