দেশ

ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটগ্রহণে চরম অশান্তি, বুথে পুলিশের গুলি নিহত ১

শনিবার ২০টি বিধানসভা আসনে ভোট হচ্ছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের সিসাই বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল জনতা। পুলিশ তাদের দিকে গুলি চালায়। এক গ্রামবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। পাথরের ঘায়ে সিসাই থানার অফিসার ইন চার্জ এবং এক সাংবাদিক সহ আটজন আহত হয়েছেন। গুমলা জেলার বাধনি গ্রামে ৩৬ নম্বর বুথে ওই ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের প্রধান নির্বাচনী অফিসার বিনয় চৌবে বলেন, ‘গ্রামবাসীরা র‍্যাপিড অ্যাকশন ফোর্সের অস্ত্র কেড়ে নিতে চেষ্টা করেছিল। উত্তেজিত জনতাকে সামলানোর জন্য পুলিশ গুলি চালায়। একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। একজনের গুলি লেগেছে পায়ে। আর একজনের গুলি লেগেছে কাঁধে। তাঁদের পাঠানো হয়েছে রাঁচি হাসপাতালে।’ পরে চৌবে বলেন, ‘যে বুথে গণ্ডগোল হয়েছিল, সেখানে ভোট বন্ধ আছে। ওই বুথে পরে ভোট হতে পারে।’ পুলিশ জানিয়েছে, দুই দলের সমর্থকরা বুথের বাইরে মারপিট করছিল। পুলিশ থামাতে গেলে জনতা তাদের আক্রমণ করে। গ্রামবাসীরা পুলিশের অস্ত্র কেড়ে নেয়। তাদের দিকে পাথর ছুঁড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। নিহত ব্যক্তির নাম গিলানি আনসারি। যে দু’জন আহত হয়েছে, তাদের নাম আশফাক আনসারি ও খোফা আনসারি। 

দ্বিতীয় দফার ভোটে ২০টি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। অন্যদিকে বিরোধী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রার্থী দিয়েছে ১৪টিতে। কংগ্রেস প্রার্থী দিয়েছে ছ’টি আসনে। মুখ্যমন্ত্রী বাদে অপর যে গুরুত্বপূর্ণ প্রার্থীদের কেন্দ্রে এদিন ভোট হচ্ছে, তাঁরা হলেন বিধানসভার অধ্যক্ষ দীনেশ ওঁরাও, নগরোন্নয়ন মন্ত্রী নীলকান্ত সিং মুন্ডা, জলসম্পদ মন্ত্রী রামচন্দ্র সহিস এবং রাজ্যের বিজেপি সভাপতি লক্ষ্মণ গিলুওয়া।