জেলা

ঝাড়গ্রামে হাতির আক্রমণে মৃত ১

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের রাস্তাঘাটে হঠাৎ হাতি বা হাতির দলের দেখা পাওয়া খুব একটা বিস্ময়কর ঘটনা নয়। আবার তাদের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ হারানোর মত ঘটনাও সামনে উঠে আসে। অনেকসময় তো বিভিন্ন এলাকায় ঢুকে তাদের তাণ্ডবলীলার ঘটনাও নতুন কিছু নয়।ফের হাতির আক্রমণে ফের মৃত এক। ঘটনাটি ঝাড়গ্রাম থানার চন্দ্রীর ঘটনা। মৃত ব্যাক্তির নাম পীযূষ কান্তি কর(৫৫)। চন্দ্রীর পেটবিন্দী গ্রামের বাসিন্দা পীযূষ কান্তি কর(৫৫) তার বাড়ি থেকে কিছুটা দূরেই জমির মধ্যে তাঁবুতে ঘুমোচ্ছিলেন। তিনি পুকুর আর জমি পাহারা দেওয়ার জন্য রোজ মাঠেই ঘুমোতেন। বুধবার তিনি যখন ঘুমিয়েছিলেন, সেই সময় ২টি দাঁতাল হাতি জমিতে ঢুকে পড়ে খাবারের জন্য। পীযূষবাবুকে সামনে পেয়ে তাকে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।