জেলা

টোটোর দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরের বাসিন্দারা

বালুরঘাট: নেই কোনো নির্দিষ্ট ভাড়ার তালিকা৷ তাই জেলা জুড়ে টোটো চালকদের ইচ্ছেমত ভাড়ার দাবিতে শহরের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। যার কারণে প্রায় প্রতিদিন টোটো চালক ও যাত্রীর মধ্যে বচসা লেগেই রয়েছে। এমন ঘটনা প্রত্যহ ঘটায় প্রশাসন বা পুর কর্তৃপক্ষের কাউকে এই সমস্যা সমাধানের ব্যাপারে এগিয়ে আসতে দেখা যায়নি।প্রশাসন কার্যত নির্বিকার ও নিরুত্তাপ। দক্ষিণ দিনাজপুর জেলার পুরসভার শহর তিনটি। যথাক্রমে বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর। এই তিন শহরে রয়েছে অসংখ্য টোটো। এখনও অবধি টোটো ভাড়ার কোনো প্রকারের তালিকা প্রকাশ না হওয়ায় ক্ষুদ্ধ জেলাবাসী৷জানা গিয়েছে, টোটো চালকেরা যাত্রীদের তাদের গন্তব্যস্থালে পৌঁছে দিতে ইচ্ছেমত ভাড়া চাইছে। যার দরুন প্রায়শই যাত্রী ও টোটো চালকদের মধ্যে বচসা থেকে শুরু করে হাতাহাতির মতন ঘটনা ঘটছে। প্রসঙ্গত, জেলা জুড়ে অসংখ্য টোটো তিন শহরে অনিয়ন্ত্রীতভাবে দাপিয়ে বেড়াচ্ছে। যে কারণে বাড়ছে যানজট আর দুর্ঘটনা। সঙ্গে রয়েছে ভাড়ার জুলুম।এইসব কারণে শহরের বাসিন্দারা টোটো চালকদের দৌরাত্ম্যে বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছেন। টোটোগুলি দিনরাত যাত্রী নিয়ে দাপিয়ে বেড়ায়। পুর কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার তালিকা তৈরি না করার ফলে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি আয়ের আশায় যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমত ভাড়া চেয়ে বসছে।শহরের একই স্থানে যেতে দিনের বেলায় ১০-২০ টাকা বা কখনও আবার রাতের দিকে ৩০ টাকা অবধি দিতে হচ্ছে। যার ফলে যাত্রীরা প্রচন্ড সমস্যায় পড়েছেন। তাই বচসা থেকে হাতাহাতিও হচ্ছে। জেলার বাসিন্দারা দ্রুত এই সমস্যার সমাধান ও শহরকে যানজট মুক্ত করতে টোটোর নির্দিষ্ট রুট করার দাবি তুলেছেন।