রাতের কলকাতায় ফের দুষ্কৃতী দৌরাত্ম্য। পুত্রবধূর অপহরণ রুখতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের। গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটে ট্যাংরা থানা এলাকার গোবিন্দ খটিক রোডে। মৃতের নাম গোপাল প্রামাণিক (৫০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে একটি বিয়েবাড়ি থেকে পরিজনদের সঙ্গে ফিরছিলেন ওই বধূ। গোবিন্দ খটিক রোডের উপর দিয়ে যাওয়ার পথে একটি অ্যাম্বুল্যান্স এসে দাঁড়ায়। এরপর ওই অ্যাম্বুল্যান্সের মধ্যে তরুণীকে টেনে তোলার চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। তাঁর চিৎকার শুনে এগিয়ে আসেন বধূর শ্বশুর গোপালবাবু। পুত্রবধূর অপহরণকারীদের উপর ঝাঁপিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তখন ওই তরুণীকে ছেড়ে দিয়ে চলতে শুরু করে অ্যাম্বুল্যান্সটি। ধাক্কা দেওয়া হয় গোপালবাবুকে। চাকায় পিষ্ট হয়ে জখম হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে ট্যাংরা থানার পুলিস। তবে রাতের শহরে প্রথমে এক তরুণীকে অপহরণের চেষ্টা ও তাঁকে বাঁচাতে গিয়ে শ্বশুরের প্রাণহানির ঘটনা নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।