দেশ

ট্রাম্পকে ফোন করে পাকিস্তানকে চরম বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই ট্রাম্পকেই এবার কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেন, কিছু নেতার ভারতবিরোধী বক্তব্য শান্তির পক্ষে আদৌ উপযুক্ত নয়। সোমবার ৩০ মিনিট ফোনে কথোপকথন হয় মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে। দুই রাষ্ট্রনায়কের মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে কথা হয়। সেখানেই প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাস ও হিংসা-মুক্ত পরিবেশ তৈরির কথা বলেন। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ রোধকে বিশেষ গুরুত্ব দেন। ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কথোপকথনের প্রসঙ্গে তুলে পাকিস্তানের স্পর্ধা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বুঝিয়ে দেন, সন্ত্রাসবাস মোকাবিলায় তিনি কোনওকিছুর সঙ্গেই আপোশ করবেন না।