আজ মরশুমের শীতলতম দিন দিল্লিতে। শনিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২.৪ ডিগ্রিতে। আবহাওয়া অফিসের মতে, চলতি বছরে ১৪ ডিসেম্বরের পর এটাই রাজধানীর শীতলতম দিন। এর আগে ১৯০১ সালে ডিসেম্বরে এরকম ঠান্ডা পড়েছিল দিল্লিতে। তারপর এই ২০১৯। দ্বিতীয় শীতলতম ডিসেম্বর উপভোগ করছে দিল্লিবাসী। দিল্লির পাশাপাশি পালামের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৩.১ ডিগ্রি। লোধি রোডের সর্বনিম্ন তাপমাত্রা ১.৭ ডিগ্রি। আয়া নগরের সর্বনিম্ন তাপমাত্রা আবার ১.৯ ডিগ্রি সেলসিয়াস। দূষণ তো রয়েছেই। সঙ্গে যোগ হয়েছে কুয়াশা। দুইয়ের জেরে রাজধানীতে কাছের জিনিসও দেখা যাচ্ছে না। কম দৃশ্যমানতার জন্য দিল্লি বিমানবন্দরে চারটি বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। এছাড়া ২৪টি ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে। ১৪ ডিসেম্বর থেকেই তাপমাত্রার পারদ নামছে রাজধানীতে। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে গেল। ১৯৯২ এর পর ৯৭, ৯৮, ২০০৩ ও ২০১৪ সালে দিল্লিতে এরকম ঠান্ডা পড়েছিল। আগামী সপ্তাহে দিল্লিতে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ঠান্ডা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।