আমার ডাক্তার-নার্সদের ভাল থাকতে হবে’, করোনা যুদ্ধে এ কথা আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার চিকিৎসা করায় ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের অনেকেই হেনস্থার মুখে পড়ছেন। কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি রানাঘাটের এক তরুণী স্বাস্থ্যকর্মীকে তাঁর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এবার সোচ্চার হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় বললেন, ”যাঁরা এমন ব্যবহার করছেন, সরকার চাইলে তাঁদের জেলে ভরতে পারে”। পাশাপাশি ডাক্তার-নার্স-প্যারা মেডিক্যাল কর্মীদের বিশ্রামের জন্য নয়া প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের ঘটনার প্রসঙ্গে টেনে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ”রানাঘাটে তরুণী স্বাস্থ্যকর্মীকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এক্ষেত্রে সরকার তাঁকে ফ্ল্যাট দেবে। এ ধরনের কোনও ঘটনা ঘটলে তাঁদের দেখব আমরা। যাঁরা এমন ব্য়বহার করছেন, সরকার ইচ্ছে করলে তাঁদের জেলে ভরতে পারে। ৬ মাস থেকে ১ বছরের জেল হতে পারে। কিন্তু আমরা তা করছি না। আশা করি, সবাই বুঝবেন। মা-বোনদের বলছি আপনারা এজন্য এগিয়ে আসুন। সকলকে বলছি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভাল ব্যবহার করুন”।


