কলকাতা

ডেঙ্গি প্রতিরোধে গাফিলতির অভিযোগ উঠল ন্যাশনাল লাইব্রেরির কর্তৃপক্ষের বিরুদ্ধে

কলকাতাঃ ডেঙ্গি প্রতিরোধে গাফিলতির অভিযোগ উঠল ন্যাশনাল লাইব্রেরির কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ নোটিশ পাওয়ার পরও গ্রন্থাগার কর্তৃপক্ষ যদি কোনও পদক্ষেপ গ্রহণ না করে তবে তাদের বিরুদ্ধে মামলা করবে কলকাতা পৌরনিগম ৷ জাতীয় গ্রন্থাগার পরিদর্শন করে আজ একথা বললেন পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ গাফিলতির অভিযোগ পাওয়ার পরই জাতীয় গ্রন্থাগারের কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় কলকাতা পৌরনিগম ৷ কাজ হয়নি নোটিশে ৷ তাই বর্ষা মরশুম শুরু হতেই একের পর এক গ্রন্থাগারের কর্মীরা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গিতে ৷ খবর পেয়েই আজ জাতীয় গ্রন্থাগারে অভিযান চালায় কলকাতা পৌরনিগম ৷ জাতীয় গ্রন্থাগারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষসহ স্বাস্থ্য আধিকারিকদের একটি প্রতিনিধি দল ৷ লাইব্রেরির ভাষাভবনের বেসমেন্টে লিফটের গর্তে, ভূ-গর্ভস্থ ড্রেনেজ সিস্টেমের জমে থাকা জলে বংশবিস্তার করছে ডেঙ্গির মশা ৷ নোংরা জলে ভাসছে মশার লার্ভা ৷ অভিযোগ, ডেঙ্গি প্রতিরোধে পৌরকর্মীদের কাজে বাধা দেয় ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষ ৷ ফলে ভাষাভবনের ভিতরে ঢুকে মশা দমনের কোনও ওষুধ দিতে পারেন না পৌরকর্মীরা ৷ অথচ ডেঙ্গি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গ্রন্থাগার কর্তৃপক্ষও কোনও উদ্যোগ নেয়নি ৷ ফলে ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন পাঁচ থেকে ছ’জন গ্রন্থাগার কর্মী ৷ ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “ন্যাশনাল লাইব্রেরি ভিতরে আমাদের কর্মীদের ঢুকতে দেওয়া হয় না ৷ ভূ-গর্ভস্থ ড্রেনেজ সিস্টেমের জমা জলেই জন্ম নিচ্ছে ডেঙ্গির মশা ৷ ওরা আমাদের ভিতরে প্রবেশ করতে না দিলে আইনি ব্যবস্থা নিতে হবে ৷ ৪৯৬-এ ধারায় ন্যাশনাল লাইব্রেরির বিরুদ্ধে নোটিশ জারি করব ৷ সাতদিনের মধ্যে কোনও কাজ না হলে মিউনিসিপাল কোর্টে এর বিরুদ্ধে মামলা করব ৷ ”