জেলা

ডেবিট ও ক্রেডিট কার্ডের প্রতারণা চক্রের হদিশ, ধৃত ৪

ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর হাতিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হল ২ তুর্কি ও ২ বাংলাদেশি যুবককে। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকা সহ বেশকিছু ল্যাপটপ ও ডলার। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট ঘুরে ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর হাতিয়ে একটি সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করত ওই চার ভিনদেশি যুবক। তারপর সেই টাকাগুলিকে ডলারে বদল করে নিত। জানা গিয়েছে, অভিযুক্ত ওই চার যুবক বেলঘরিয়ার বিটি রোডে একটি ফ্ল্যাট বাড়ি নিয়ে ভাড়া থাকত। পুলিশি জেরায় জানা গিয়েছে এই চক্রটি অসম, ত্রিপুরা ও অন্যান্য বেশ কিছু রাজ্যে জালিয়াতি চালাত।