জেলা

তিন কেন্দ্রেই সবুজ ঝড়, মুখ থুবড়ে পড়ল বিজেপি

সকাল আটটা থেকে পশ্চিমবঙ্গে ৩ উপনির্বাচনের গণনা শুরু হয়েছে। গণনার একেবারে শুরু থেকেই করিমপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে খড়গপুরে। আর কালিয়াগঞ্জে প্রথমের দিকে বিজেপি প্রার্থীর ব্যবধান বেশি থাকলেও তা আস্তে আস্তে কমছে। অন্যদিকে, করিমপুরে ব্যবধান বাড়ানোর ধারা অব্যাহত রেখেছে জোড়াফুল শিবির। রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের গণনা ঘিরে টানটান উত্তেজনা। জানা গিয়েছে, কালিয়াগঞ্জ উপ নির্বাচনের ৮ম রাউন্ড গণনা শেষে ২,১৮৫ ভোটে এগিয়ে রাজ্যের শাসক দল। খড়গপুরে ১৩ হাজারেরও বেশি ব্যবধানে এগিয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। করিমপুরে প্রথম থেকেই এগিয়ে ছিলেন জোড়াফুল শিবিরের প্রার্থী বিমলেন্দু সিং রায়। তাঁর ব্যবধান ক্রমশ বেড়ে দাঁড়িয়েছে ২৮,১০২। জয়ের গন্ধ পেতে শুরু করেছে ঘাস-ফুল শিবির। ইতিমধ্যেই গণনা কেন্দ্রের বাইরে উচ্ছাস উন্মাদনায় মেতেছে তৃণমূল কর্মী, সমর্থকরা। বিজেপি অবশ্য এখানেই ভেঙে পড়তে রাজি নয়। তারা গণনার শেষ পর্যন্ত দেখতে চায়।