বিদেশ

তীব্র খরায় জিম্বাবুয়েতে ২০০ হাতির মৃত্যু

জিম্বাবুয়েতে গত দুই মাস ধরে চলমান খরায় পানির অভাবে দুই শতাধিক হাতি এবং ১০টি সিংহের মৃত্যু হয়েছে। হাউঞ্জ ন্যাশনাল পার্ক ও মানা পুল বন্য প্রাণী সংরক্ষণ এলাকায় হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে তসোয়ানা সীমান্তের কাছে জুতসুম গ্রামের নিকট অবস্থিত একটি বাঁধে জমে থাকা পানি ছিল এই অঞ্চলের বন্য প্রাণীর খাবার পানির মূল উৎস। তবে বাঁধের দেয়াল ভেঙ্গে পড়ায় ওই অঞ্চলে পানির উৎসগুলো নষ্ট হয়ে গেছে। ফলে পানির অভাবে গত কয়েকবছর ধরে অনেক বন্য প্রাণীর মৃত্যু হয়েছে। বন্য প্রাণী সংস্থার মুখপাত্র তিনাশে ফারাউ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, এই এলাকা থেকে দুই হাজার ইম্পালা, ৬’শ হাতি, ৪’শ জিরাফসহ অন্যান্য প্রাণীকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নভেম্বরের মাঝামাঝিতে প্রাণীগুলো স্থানান্তরের কাজ শুরু হবে।