জেলা

তীর্থযাত্রীদের সুবিধার্থে কম খরচে বেশি বিদ্যুতের জোগান এবার গঙ্গাসাগরে, ঘোষণা বিদ্যুত্‍মন্ত্রীর

তীর্থযাত্রীদের সুবিধার্থে কম খরচে বিদ্যুত্‍ পরিষেবা দিতে ইতিমধ্যেই প্রস্তুত রাজ্য বিদ্যুত্‍ দপ্তর। রবিবার গঙ্গাসাগরে গিয়ে একথা জানান বিদ্যুত্‍ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, গতবারের তুলনায় এবছর অনেক কম খরচে অনেক ভাল প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে। রবিবার সকালে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে যান বিদ্যুত্‍মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক ও বকখালি-সাগর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিম হাজরা এবং বিদ্যুত্‍ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। তিনি বলেন, গতবারের তুলনায় এবার তাঁর দপ্তরের প্রস্তুতি আরও অনেক ভাল হয়েছে। এবার সাগরমেলায় অনেক কম টাকা খরচে অনেক বেশি বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। তাঁর কথায়, ২০১৮ এর গঙ্গাসাগর মেলায় ২৭৩৪ কিলোওয়াট বিদ্যুত্‍ পরিষেবা দিতে সামগ্রিক খরচ হয়েছিল ৪০৪.৫ লক্ষ টাকা। এবার মেলায় ২৭৪৪ কিলোওয়াট বিদ্যুত্‍ পরিষেবার জন্য খরচ হচ্ছে ৩৭৭ লক্ষ টাকা। গতবারের তুলনায় অতিরিক্ত বিদ্যুত্‍ পরিষেবা দিয়েও বাড়তি খরচ কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিদ্যুত্‍মন্ত্রী জানান, খরচ কমেছে বলে মেলায় বিদ্যুতের বাজেট কমানো হয়েছে ভাবলে ভুল হবে। আসলে সাগরদ্বীপে উন্নয়নের কাজ বিদ্যুত্‍ দপ্তর এতটাই করেছে তার জন্যই এবার অনেক কম খরচে আরও বেশি পরিমাণ বিদ্যুত্‍ পরিষেবা দেওয়া যাচ্ছে। এটা সরকারের সফলতা বলেই দাবি তাঁর।