কলকাতা

তুবড়িতে আগুন দিতেই বিস্ফোরণে মৃত শিশু

পুরনো তুবড়ি ছিল আর সেকারণেই তুবড়ি ফেটে বিস্ফোরণ ঘটে। হরিদেবপুরে তুবড়ি ফেটে মৃত্যুর ঘটনায় অভিযোগ করলেন নিহত আদি দাসের বাবা কাজল দাস। তাঁর অভিযোগের ভিত্তিতেই তুবড়ি বিক্রেতাকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানা। ধৃতের নাম বরুণ রায়। জানা গিয়েছে, পেশায় ধৃত বরুণ মাছ বিক্রেতা। পাড়ায় মাছ বিক্রি করে সে। এবার কালীপুজো উপলক্ষে বাজি বিক্রি করেছিল সে। জানা গিয়েছে, পেশায় সিকিউরিটি গার্ড কাজল দাস তাঁর পরিবারকে নিয়ে ৪২/৮ বিদ্যাসাগর সরণিতে দীর্ঘদিন ধরে ভাড়া

ছিলেন। প্রায় ৫ বছর ধরে ওই এলাকায় রয়েছেন তিনি। স্ত্রী, ৫ বছরের ছোট্ট মেয়ে আদিকে নিয়ে সুখের সংসার। রবিবার কালীপুজো উপলক্ষে সন্ধ্যায় যখন সবাই মিলে বাড়ি ফাটাচ্ছিল, তখন সেখানে ছিল আদিও। ঠাকুমা, পিসিদের সঙ্গে দাঁড়িয়েছিল সে। এমন সময়ই ঘটে বিপত্তি। প্রথমবার তুবড়িতে আগুন দেওয়ার পর সেটি ফাটেনি। তখন আদি দ্বিতীয়বার আগুন দিতে যায়। আর তখনই বিকট শব্দে তুবড়িটি ফেটে যায়। তুবড়ির খোলের টুকরো তীব্র গতিতে এসে আদির কণ্ঠনালীতে গেঁথে যায়। শুরু হয় রক্তক্ষরণ। তড়িঘড়ি শিশুটিকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। এই ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।