জেলা

তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, উত্তপ্ত বাঁকুড়া

বাঁকুড়াঃ পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পর এবার বাঁকুড়া।  তৃণমূলের পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগের তির গেরুয়া শিবিরের দিকে।শনিবার রাতে পাত্রসায়ের থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা৷ এমনটাই অভিযোগ তৃণমূলের তরফে। পাত্রসায়রের ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন, ‘‘শুধু নারায়ণপুর নয় গোটা পশ্চিমবঙ্গেই সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। সেই রীতি মেনে গত রাতে সুপরিকল্পিতভাবে কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের নারায়নপুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে। এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা আইনের পথেই যাব। মৌখিকভাবে স্থানীয় থানায় জানানো হয়েছে। এরপর আমরা লিখিত অভিযোগ করব।’’ তবে বিজেপি এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে৷ নারায়ণপুর অঞ্চল বিজেপি সভাপতি দেবু দিগার জানান, তৃণমূল যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কাজ কখনই করতে পারে না। তিনি জানান, নারায়ণপুরের তৃণমূল সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়। তার ফলে নারায়ণপুরে তৃণমূলের দুটো গোষ্ঠী সৃষ্টি হয়। নতুন ও পুরনো সভাপতির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির ওপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে।