মালদা

থ্যালাসেমিয়া মুক্ত বাংলা গড়তে সচেতনতা প্রচারের যাত্রা শুরু

হক জাফর ইমাম, মালদা: ব্লাড এন্ড থ্যালাসেমিয়া ফেডারেশনের উদ্যোগে
থ্যালাসেমিয়া মুক্ত বাংলা গড়তে সচেতনতা প্রচারের যাত্রা শুরু করলো মালদা জেলায়।উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে একটি প্রতিনিধি দল ওই সংগঠনের তরফ থেকে সচেতনতামূলক প্রচার নিয়ে মিরিক পর্যন্ত যাত্রা শুরু করেছে। শুক্রবার বারাসাতের ওই দলটি মালদায় আসে। মালদা শহরের ডিএম বাংলো সংলগ্ন পার্কে কৃষ্টি’র পরিচালনায় সেখানে একটি তাদের সচেতনতামূলক প্রচার শিবির করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অমিতাভ মন্ডল, ওই সংগঠনের প্রধান উপদেষ্টা সুজন শিকদার, কৃষ্টি পরিচালন কমিটির সম্পাদক উৎপল কর্মকার সহ অন্যান্যরা।ব্লাড এন্ড থ্যালাসেমিয়া ফেডারেশনের পক্ষ থেকে সদস্যরা জানান, সাতদিন ধরে তাদের এই যাত্রা চলবে । বারাসাত থেকেই মানুষের কাছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সচেতনতা বাড়াতে এবং থ্যালাসেমিয়া রোগ নির্মূল করতেই এই প্রচার শুরু হয়েছে।  সমতল থেকে পাহাড়ে সর্বত্রই তাদের প্রচার মানুষের কাছে তুলে ধরা হবে । এই লক্ষ্য নিয়েই তাদের এই যাত্রা শুরু হয়েছে।