বিনোদন

‘দঙ্গল’ কন্যা সানার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান

দীর্ঘ দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন শাহরুখ খানের বিপুল ভক্ত মহল। প্রায় এক বছরের ওপর হতে চলল পর্দায় আসছেন না বলিউড বাদশাহ। অপেক্ষার বাধ ভেঙে ভক্তমহল থেকে আত্মহত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে প্রিয় নায়ককে। তবুও কোনও খবর আসেনি। তবে এবার বোধহয় কিছুটা আশার আলো দেখা যেতে পারে।  শোনা যাচ্ছে, সম্প্রতি কিং খান সিদ্ধার্থ রায় কাপুরের ছবি “স্যালুট” ছবিতে কাজ শুরু করতে চলেছেন। রাকেশ শর্মাকে নিয়ে ছবি করছেন সিদ্ধার্থ। রাকেশ শর্মা প্রথম ভারতীয় পাইলট যিনি মহাকাশে গিয়েছিলেন। তবে সব থেকে মজার বিষয় শাহরুখ এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন ফ্রেশ, ঝকঝকে একজন অভিনেত্রীর সঙ্গে। নাম ফাতিমা সানা শেখ। ফাতিমাকে এর আগে কাজ করতে দেখা গিয়েছিল অনেকগুলি ছবিতেই। কিন্তু তিনি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন “দঙ্গল” ছবির জন্য। এবার এই সানাকেই দেখা যাবে শাহরুখের বিপরীতে। তবে এখনও এই বিষয়ে শাহরুখ খান নিজে কিছু জানাননি। তবে ছবিটা তিনি করছেন এই কথাই এখন বলিউডের আলোচনার বিষয়।

https://www.instagram.com/p/B7DYZ4gjXPX/?utm_source=ig_web_copy_link