জেলা

দশমীতে নৌকোবিহারে বিপত্তি, জলে ডুবে মৃত ভাই-বোন

 তমলুক: দশমীর দিন নৌকোবিহারে গিয়ে মর্মান্তিক পরিণতি হল দুই ভাই-বোনের। নৌকো উলটে যাওয়ায় জলে তলিয়ে মৃত্যু হল তাঁদের। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের তমলুক থানার হরশংকর গ্রামে। দশমীর দিন তরতাজা দুটি প্রাণের অবসানে শোকের ছায়া এলাকায়।জানা গিয়েছে, মঙ্গলবার নৌকোয় পূর্ব মেদিনীপুরের হরশংকর গ্রামে মাছ চাষের একটি ঝিলে বেড়াতে যায় গ্রামের ৬ জন। তাঁদের মধ্যেই ছিলেন বছর একুশের সুতপা মাইতি ও তাঁর ভাই উজ্জ্বল মাইতি। স্থানীয় সূত্রে খবর, আচমকাই উলটে যায় নৌকোটি। জলে তলিয়ে যায় নৌকোর ছ’জন যাত্রী। প্রাণ বাঁচাতে জলের সঙ্গে লড়াই করে কোনওক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠে চারজন। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি সুতপা আর উজ্জ্বলের। এরপর খবর পেয়েই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। ওই দু’জনকে উদ্ধার করতে তল্লাশি শুরু করে স্থানীয়রাই।বেশ কিছুক্ষণ পর জল থেকে উদ্ধার হয় সুতপা ও উজ্জ্বল। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁদের। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। ইতিমধ্যেই থানার তরফে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।