কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকে দার্জিলিং জেলার পাহাড়ে ছড়াচ্ছিল পৃথক হওয়ার বাতাস । ইতি মধ্যেই দার্জিলিংয়ের পাহারি দলগুলি দার্জিলিংকে পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছে । এই দাবিটি গতি পেয়েছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু সিংহ বিস্টের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে একটি চিঠি লেখার পরে ,সূত্রের স্বরাষ্ট্র মন্ত্রীর তরফ থেকে প্রস্তাবটি ক্ষতিয়ে দেখার আশা দিয়েছে ।
I remain grateful to @AmitShah Ji, Lt. Governor Baijal Ji, and Commissioner Amulya Patnaik for re-including Gorkha under DNPEF Initiative.#Darjeeling pic.twitter.com/4qE6WLUXAO
— Raju Bista (Modi Ka Parivar) (@RajuBistaBJP) August 7, 2019
ফাইল চিত্র।