জেলা

দিঘায় মৎস্যজীবীদের জালে ‘পাখি মাছ’

দিঘার মৎস্যজীবীদের জালে উঠেছে ‘পাখি মাছ’। দিঘা মোহনার বাজারে অদ্ভুত দর্শন এই পাখি মাছকে ঘিরে চর্চা তুঙ্গে ওঠে। প্রায় ১৫ফুট লম্বা ও ৮০কেজি ওজনের এই মাছটির নিলামে দাম ওঠে ১০ হাজার টাকা। বড় মাপের এই মাছটি মোহনার বাজারে আসার পর শোরগোল পড়ে যায়। সমুদ্রে ট্রলারে মৎস্যজীবীদের জালে ধরা পড়ার পর মাছটিকে রিকশয় চাপিয়ে দীঘা মোহনার বাজারে নিয়ে আসা হয়। এর সঙ্গে আরও ১২টি ছোট ছোট পাখি মাছও ধরা পড়ে। তবে বিজ্ঞানের ভাষায় এই মাছটির নাম ‘মার্লিন ফিশ’। সামুদ্রিক এই মাছ দেখার জন্য মৎস্যজীবী, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক, সকলেই উৎসাহী হয়ে ওঠেন।