দেশ

দিল্লিতে আজ মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা নামল ৪.২ ডিগ্রিতে

নয়াদিল্লিঃ দিল্লিতে আজ মরশুমের শীতলতম দিন৷ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস ৷ ১১৩ বছরের ইতিহাসে যা এখনও পর্যন্ত রেকর্ড ৷ ডিসেম্বরের ১৪ তারিখ থেকে দিল্লিতে শুরু হয় শৈত্যপ্রবাহ ৷ এ মাসে তাপমাত্রার রেকর্ড অনুযায়ী এখনও পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে পরিস্থিতি আপাতত একই রকম থাকবে৷ তবে ২৯ তারিখ থেকে হাওয়ার দিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ৷ উত্তর-পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি প্রবেশ করবে পুবালি হাওয়া ৷ যার ফলে পরিস্থিতিতে পরিবর্তন আসবে ৷ সেক্ষেত্রে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি এমনকী শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দিল্লিতে৷