দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ পুলিশকর্মী। সোমবার দিল্লি পুলিশের এই তিন কর্মীর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। দিল্লির নবি করিম এলাকায় ডিউটিতে ছিলেন এই তিনজন। রাজধানী শহরের ৮৪টি কনটেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে এই নবি করিম। এই জোনে নতুন করে তিন পুলিশকর্মীর শরীরে সংক্রমণের নমুনা মেলায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। সিল করা হয়েছে দিল্লি-গাজিয়াবাদ বর্ডার। সংক্রমণ রুখতে মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছেন গাজিয়াবাদের জেলাশাসক অজয় শঙ্কর পাণ্ডে। মূলত, দিল্লি থেকে গাজিয়াবাদে যাওয়া ৬ জনের শরীরে পাওয়া গিয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণের নমুনা। তারপরেই সিল করা হয় দিল্লি-গাজিয়াবাদ বর্ডার।