নয়াদিল্লিঃ বুধবার সাতসকালে দিল্লির কনটপ্লেসে চারজন দুষ্কৃতীকে ধাওয়া করে দিল্লি পুলিশের একটি দল। আচমকাই তিনজন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে দু’জন দুষ্কৃতী জখম হয়েছে। অপর একজনকে ধরেছে পুলিশ। একজন অবশ্য পালিয়েছে। গত কয়েকসপ্তাহ ধরে রাজধানীতে ছিনতাই বেড়ে গিয়েছিল। দিল্লি পুলিশের কাছে খবর ছিল, দুষ্কৃতীদের একটি দল এই ছিনতাইয়ে যুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার শঙ্কর মার্কেট এলাকা থেকে দুষ্কৃতীদের পিছন নেয় পুলিশ। কনটপ্লেসের কাছে আসার পর আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। পাল্টা পুলিশ গুলি চালায়। তাতে সেলিম ও ইসমাইল নামে দু’জন দুষ্কৃতী আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুষ্কৃতী সাউদকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আর এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গেছে, মোটরবাইক নিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীরা।