দেশ

দিল্লিতে দূষণের জেরে শুক্রবার পর্যন্ত বন্ধ সব স্কুল

দিল্লিতে দূষণমাত্রা অতি ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে বৃহস্পতিবার। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই এদিন সকাল ৮.‌৩০ মিনিট ৪৭২, পিএম ২.‌৫ লেভেল ছিল ৩২২ এবং পিএম ১০ লেভেল ছিল ৪৮৭। বাতাসের গতিবেগ ছিল শূন্য। চূড়ান্ত দূষণের কারণে শুক্রবার পর্যন্ত দিল্লি সহ লাগোয়া অঞ্চল এবং গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রামের সব সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা ইপিসিএ দিল্লি এবং লাগোয়া অঞ্চল সহ গ্রেটার নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রাম, নয়ডা, সোনেপত, পাতিপত, বাহদুরগড়, ভিওয়াড়ির সব কারখানা শুক্রবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের বায়ুদূষণ মেটাতে কেন্দ্র সেভাবে উদ্যোগী হচ্ছে না বলে বুধবারই সরকারকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট।