দেশ

দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ২.‌৮, জারি লাল সতর্কতা, উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ

নয়াদিল্লিঃ সারা উত্তর ভারতজুড়ে চলছে প্রবল শৈত্য প্রবাহ। রবিবার দিল্লির লোধি রোডের তাপমাত্রা ২.‌৮ ডিগ্রি সেলসিয়াস। তবে কোনও বিমানের ওঠানামার সূচিতে কোনও পরিবর্তন হয়নি বলে জানানো হয়েছে দিল্লি বিমানবন্দরের তরফে। রাজধানী এবং সংলগ্ন অঞ্চলে শনিবার থেকেই পারদ দুই ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ায় সেখানে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। যার অর্থ, আবহাওয়ার চরম পরিস্থিতি। কনকনে ঠান্ডার কারণে ফুটপাথবাসী, ভিনরাজ্যের শ্রমিক, হকার এবং বস্তিবাসীদের সরাই কালে খান এলাকার শরণার্থী শিবিরে এনে রেখেছে দিল্লি প্রশাসন। তাঁদের সেখানে কম্বল, গদি, খাবার, গরম পোশাক বিলি করা হয়েছে প্রশাসনের তরফে। এছাড়া যাঁরা নিজেদের ঘর ছেড়ে আসতে চাননি, সেই সব দরিদ্রদেরও শীতের প্রয়োজনীয় বস্ত্র এবং খাবার বিলি করেছে দিল্লি সরকার। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা প্রবল থেকে অতি প্রবল শৈত্য প্রবাহ চলবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্য প্রদেশ, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, ওডিশা, পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্বের রাজ্যগুলিতে। শনিবার নাগাল্যান্ডে জুনহেবোটো জেলার লুভিশে গ্রামে তুষারপাত হয়। বেশ কিছু বছর পর নাগাল্যান্ডে তুষারপাত হল। এদিন রাজস্থানের সীকরেও পারদ হিমাঙ্কের নীচে চার ডিগ্রি নেমে যাওয়ায় ফুটপাথ, গাছপালার উপর তুষারের পাতলা চাদর দেখা যায়। সোমবার রাত থেকে হিমালয়ের পশ্চিমাংশে পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর প্রদেশের পূর্বাংশে ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে। এছাড়া মধ্য প্রদেশ এবং লাক্ষাদ্বীপের উপরও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এগুলির প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তার বদলে দেখা দেবে ঘন কুয়াশা।