দেশ

দিল্লির আদালত চত্বরে পুলিশ-আইনজীবী সংঘর্ষে উত্তপ্ত

নয়াদিল্লিঃ দিল্লির তিস হাজারি আদালতে পুলিশ-আইনজীবী সংঘর্ষে কিছু আইনজীবী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে দু’‌পক্ষের খণ্ডযুদ্ধ শুরু হয়। আহত আইনজীবীদের সেন্ট স্টিফেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকী গুলি চলার অভিযোগও উঠেছে। পুলিশের গাড়িও জ্বালানো হয়েছে। তিস হাজারি আদালতের বার অ্যাসোসিয়েশন জানায়, এক আইনজীবী যখন তাঁর গাড়িতে করে আদালতে আসছিলেন তখন পুলিশের গাড়ির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। বার অ্যাসোসিয়েশনের সদস্য জয় বিসওয়াল বলেন, ‘‌আইনজীবীর গাড়ির সঙ্গে যখন ধাক্কা

লাগে তখন পুলিসের সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। ছ’‌জন পুলিস ওই আইনজীবীকে লক-আপে মধ্যে ঢুকিয়ে বেধড়ক পেটায়। আদালতে আসা মানুষ তা দেখে পুলিশে খবর দেয়।’ আইনজীবীদের অভিযোগ, তাঁদের উপর গুলি চালিয়েছে পুলিশ। তিস হাজারি আদালতের বার অ্যাসোসিয়েশনের অফিস বেয়ারার জয় বিসওয়াল বলেন ,”আদালতে আসার সময় এক আইনজীবীর গাড়িতে পুলিশের গাড়ি ধাক্কা মারে । ওই আইনজীবী প্রতিবাদ করলে ৬ পুলিশ তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় । সেখানে তাঁকে বেধড়ক মারধর করে । খবর পেয়ে আমরা থানায় যাই । কিন্তু আমাদের থানায় ঢুকতে দেওয়া হয়নি । আমাদের সঙ্গে ৬

জন বিচারকও ছিলেন । বিচারকরা যখন থানা থেকে ফিরছিলেন তখন পুলিশ গুলি চালায়। ” যদিও পুলিশের তরফে গুলি চালানোর অভিযোগ খারিজ করা হয়েছে।‌ যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্কিং নিয়েই পুলিশ-আইনজীবীদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। আদালত চত্ত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দমকলের ইঞ্জিনও রয়েছে ঘটনাস্থলে। গোটা ঘটনায় থমথমে অবস্থা কোর্ট চত্বরের। প্রতিবাদে আদালতের কাজ বন্ধের ডাক দিয়েছেন আইনজীবীদের একাংশ।