দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনকারীদের ‘টুকরে টুকরে গ্যাং’ বলে চিহ্নিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি বলেন, এই টুকরে টুকরে গ্যাংকে শিক্ষা দেওয়া উচিৎ। এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, যারা অশান্তি সৃষ্টি করছে, তাদের ওপরে বদলা নেওয়া হবে। অমিত শাহ এদিন সেই সুরেই বিক্ষোভকারীদের উদ্দেশে মন্তব্য করেছেন। তাঁর কথায়, “বিরোধী দলগুলি দিল্লিতে হিংসায় উস্কানি দিয়েছে। তারা নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে।”


