সিএএ নিয়ে দিল্লিতে সংঘর্ষের জেরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ঘেরাও করে বিক্ষোভকারীরা । বিক্ষোভকারীদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। দিল্লিতে সংঘর্ষের ঘটনায় কারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গভীর রাতে কেজরিওয়ালের বাড়ি ঘেরাও করা হয়। কিন্তু দিল্লি পুলিশ তাদের আটক করে। রাতে বিক্ষোভকারীরা সেখানে আসলে ভোর ৪টে নাগাদ পুলিশ এসে তাদের আটক করে। তাদের সরাতে ব্যবহার করা হয় জল কামান। জামিয়া কোঅর্ডিনেশন কমিটির তরফে বলা হয়েছে,”এখনও পর্যন্ত আটক হওয়া প্রতিবাদীদের উকিলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পুলিশ তাদের ছাড়েনি। জলকামান ব্যবহার হয়। মারধর করা হয় পড়ুয়া ও প্ৰাক্তন ছাত্রছাত্রীদের। সকলের ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত।”