দেশ

‘দুপুর আড়াইটে নাগাদ আমরা পুলিসকে তো বলেছিলাম বহিরাগতরা ক্যাম্পাসে জমা হচ্ছে’‌, বললেন ঐশী ঘোষ

১৫-১৬টা সেলাই পড়েছে মাথায়, হাতে প্লাস্টার, এখন বিপন্মুক্ত ঐশী

অজ্ঞাতপরিচয় বহিরাগতরা যে অনেকক্ষণ ধরেই জেএনইউ ক্যাম্পাসে জড়ো হচ্ছে সেব্যাপারে অনেক আগেই তাঁরা পুলিসকে সতর্ক করেছিলেন। কিন্তু পুলিস কোনও পদক্ষেপ করেনি। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফিরে এই অভিযোগই করলেন জেএনইউ-র এসএফআই পরিচালিত ছাত্র সংগঠন জেএনইউএসইউ-র সভানেত্রী ঐশী ঘোষ। তিনি বললেন, ‘‌দুপুর আড়াইটে নাগাদ আমরা পুলিসকে বলেছিলাম যে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি কারণ ক্যাম্পাসে প্রচুর অপরিচিত মানুষ জড়ো হয়েছে। কিন্তু ওরা কিছুই করেনি।’‌ তিনি আরও বললেন, বেতনবৃদ্ধির প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে যখন সমাধানে পৌঁছনোর চেষ্টা করছিলেন তখনই হামলা হয় তাঁদের উপর। গতকালের পুরো ঘটনার দায় উপাচার্যের ঘাড়ে চাপিয়ে তাঁর পদত্যাগ দাবি করে ঐশী বলেছেন, ‘ক্যাম্পাসে হিংসা ছড়িয়েছে শুধু ওনার কারণেই। শিক্ষা মন্ত্রকের উচিত ওনাকে অবিলম্বে সরিয়ে দেওয়া।’‌  সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, মাথায় এবং হাতে ব্যাথ্যা রয়েছে। ১৫-১৬টা সেলাই পড়েছে মাথায়। হাতে প্লাস্টার হয়েছে। ঐশীর দাবি, লোহার রড দিয়ে যেভাবে আঘাত করা হয়েছে, গভীর ক্ষত তৈরি হয় মাথায়। রক্ত ঝরে প্রচুর। হাতেও গুরুতর চোট লেগেছে। তবে, ঐশী এখন বিপন্মুক্ত বলেই জানা গিয়েছে।