কলকাতাঃ বাংলার পুজো কমিটিগুলিতে আয়কর নোটিশের প্রতিবাদে রবিবার দুপুরে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি ট্যুইট করে জানান,আয়কর দপ্তর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। তিনি লিখেছেন, আমরা আমাদের সব জাতীয় উত্সবকে নিয়ে গর্বিত। সেখানে তিনি উল্লেখ করেছেন, আয়কর দফতর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। কোনও পুজোর ওপরে কর চাপানো হোক তা তারা চান না বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়কর দফতরের সেই কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্নায় (সকাল ১০ টা – সন্ধ্যে ৬ টা) বসবে তৃণমূল। ফাইল চিত্র।
আয়কর দপ্তর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত। (১/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2019
উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে। বাংলা সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে। আমাদের দাবি, দুর্গা পুজো ও কমিটিগুলির ওপর কোন রকম ট্যাক্স বসানো চলবে না। (২/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2019
আগামী ১৩ই আগস্ট মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার বিপরীতে তৃণমূল কংগ্রেসের 'বঙ্গ জননী' শাখা ধর্নায় বসবে (সকাল ১০ টা – সন্ধ্যে ৬ টা)। কর্মকর্তারা, অংশগ্রহণকারীরা সহ সকলে, যারা বাংলাকে ভালোবাসেন, আসুন এবং যোগদান করুন। (৩/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2019