দুর্গাপুর স্টিল টাউনশিপ ডেভিড হেয়ার এলাকায় পুলকার উল্টে একটি বেসরকারি স্কুলের ১২ জন পড়ুয়া জখম হল। ঘটনায় গাড়ি চালক ও এক মহিলাকে আটক করেছে দুর্গাপুর থানার পুলিস। অভিযোগ, আজ সকালে পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়ার সময় পুলকারের চালক এক মহিলাকে পাশে বসিয়ে গাড়ি চালানো শেখাচ্ছিল। স্টিয়ারিং হাতে মহিলা আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উল্টে যায় পুলকার। আহত হয় পড়ুয়ারা। তাদের ডিএসপি মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়েও দেওয়া হয়েছে।