জেলা

দুর্নীতির অভিযোগ তুলে লিফলেটের জেরে শিলিগুড়ির ২১ নম্বর ওয়ার্ডে বন্ধ হয়ে গেল ‘দিদিকে বলো’ কর্মসূচি

শিলিগুড়িঃ শিলিগুড়ির ২১ নম্বর ওয়ার্ডে ‘দিদিকে বলো’ কর্মসূচি স্থগিত হয়ে গেল । শাসকদলের দার্জিলিং জেলা যুব তৃণমূল সভাপতি বিকাশ সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে কিছু লিফলেট বিলি হয় । সেই ঘটনার জেরেই ২১ নম্বর ওয়ার্ডে স্থানীয় তৃণমূল নেতারা জেলার যুব তৃণমূল সভাপতি বিকাশ সরকারের উপস্থিতিতে ‘দিদিকে বল’ কর্মসূচি করতে চাননি । তৃণমূলের যুব সংগঠনের জেলা সভাপতি বিকাশ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লিফলেট বিলিকে কেন্দ্র করেই বিতর্ক ৷ NJP নাগরিক কমিটির নামে জনৈক অনন্ত গুপ্ত এই লিফলেট ছাপিয়েছেন বলে জানা যায় ৷ ওই লিফলেটে বিকাশ সরকারকে প্রথমে কটাক্ষ করে লেখা হয়, ৫২ বছর বয়সেও যুব নেতা ৷ তারপর কেন্দ্রীয় সরকারের কর্মী হয়েও বেনামে একাধিক ব্যবসা-সহ নানা অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে ৷ তবে লিফলেট প্রকাশক অনন্ত গুপ্তের খোঁজ মেলেনি ৷ এইসব অভিযোগ প্রসঙ্গে বিকাশ সরকার বলেন, ”কিছু লোক কুৎসা করতে এ সব করেছে । সমস্ত অভিযোগ মিথ্যা । ওঁরা প্রমাণ করুন । পরিবারের কিছু ব্যবসা আছে ঠিকই, কিন্তু সেই ব্যবসায় আমার যোগ নেই । তবে এ নিয়ে ক্যামেরার সামনে কিছু বলব না ।” দলের যুব নেতার পাশে দাঁড়িয়ে গৌতম দেব বলেন, ”কে বা কারা লিফলেট ছাপাল জানি না । কারও অভিযোগ থাকলে সামনে এসে বলা উচিত ।” এই লিফলেট বিজেপি -র চক্রান্তও হতে পারে বলে দাবি করেন মন্ত্রী ।

বির্তকিত লিফলেট