দেশ ভাইরাল

দেড় লক্ষ টাকার চশমা পড়েও গ্রহণ দেখতে পারলেন না মোদি, কটাক্ষ নেটিজেনদের

দামি চোখে চশমা পড়ে মোদির সূর্যগ্রহণ দেখায় বাধ সাধে মেঘ। মোদি নিজের বাড়িতে সূর্যগ্রহণ দেখার জন্য বসলেন বটে, কিন্তু দেখতে পেলেন না সূর্যগ্রহণ। তিনি নিজেই সেকথা টুইটারে জানান। তিনি লেখেন,’ অন্য ভারতীয়দের মতো আমিও সূর্যগ্রহণ দেখার জন্য অত্যন্ত উত্‍সাহ ছিলাম। কিন্তু দুর্ভাগ্য মেঘের জন্য আমি সূর্য দেখতে পাইনি। ‘ তবে মোদী জানান, তিনি সূর্যগ্রহণ না দেখতে পেলেও ‘লাইভ’ স্ট্রিমিং দেখেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নিজের জ্ঞান বৃদ্ধিও করেছেন। যদিও মোদীর গ্রহণ দেখা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে তীব্র ট্রোল। অনেকেই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চশমা পড়ে গ্রহণ দেখতে গিয়েছেন তার দাম নাকি দেড় লক্ষ টাকা। চশমার দামে বেশ কিছু প্রমাণও সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন ইউজাররা। যদিও বিষয়টি সত্য কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। দেড় লক্ষ টাকার দামের চশমার স্ক্রিনশর্ট দেওয়ার পাশাপাশি অনেকেই মোদীকে কটাক্ষ করছেন। ইউজারদের তোপ, দেশের অর্থনীতি ডুবতে শুরু করেছে আর প্রধানমন্ত্রী দেড়লক্ষ টাকার চশমা আর দশলাখি স্যুট পড়ছেন।