দেশ

দেশজুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস

আজ দেশজুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। সেনাপ্রধান বিপিন রাওয়াত শুক্রবার দ্রাসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পুলওয়ামা ঘটনার প্রসঙ্গ তুলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‌এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমি খানিকটা নিশ্চিত যে, পাকিস্তান আর এই কাজ করবে না। আমরা তাদের সাফল্য পেতে দেব না। আমরা সবসময় প্রত্যাঘাত করব। আর পাকিস্তান ফের এমন কাজ করলে, রক্তাক্ত হতে হবে। তারা একই কাজ করার সাহস দেখাবে না।’‌ এদিন সেনাপ্রধান জানান, সীমান্তে শান্তি প্রতিষ্ঠার সবরকম চেষ্টা চালানো হচ্ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে সবসময় সতর্ক থাকতে হবে। এখন আমাদের লক্ষ্য অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার তৈরি করা। ২০২০ সালের মধ্যে দেশেই তৈরি হবে হাউত্‍জারস, কে-৯ বজরা। বিপিন রাওয়াতের পাশাপাশি বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিং ধানোয়া, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিং দ্রাসেতে শহিদদের শ্রদ্ধা জানান।