দেশ

দেশবিরোধী কোনও খবর সম্প্রচার করা যাবে না, নয়া ফতোয়া কেন্দ্রীয় সরকারের

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সময়ই কেন্দ্রকে সংবাদমাধ্যমের কন্ঠরোধ করতে দেখা গিয়েছিল। এবার দেশের বিভিন্ন প্রান্তে ক্যাব-বিরোধী আন্দোলন দানা বাঁধতেই ফের সংবাদমাধ্যমের ওপর ছড়ি ঘোরাতে শুরু করে দিল মোদী সরকার। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে যখন মুখর হয়েছে আসাম, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল, তখন সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেশের অখণ্ডতার পরিপন্থী কোনও খবর সম্প্রচার বন্ধ করা যাবে না বলে নির্দেশিকা দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রসঙ্গত, বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর থেকেই অসম সহ উত্তর-পূর্বাঞ্চল জুড়ে প্রতিবাদ, আন্দোলন চরমে উঠেছে। এই পরিস্থিতিতে দেশের সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্দেশ্যে কেন্দ্রের বার্তা, এমন কোনও খবর, তথ্য বা ছবি পরিবেশন ও সম্প্রচার করা যাবে না, যা হিংসার উদ্রেক করে অথবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা তৈরি হয়। টিভি চ্যানেলগুলির উদ্দেশ্যে আরও বার্তা, জাতীয়তা বিরোধী অথবা দেশের অখণ্ডতা বিরোধী কোনও খবর বা ছবি সম্প্রচার করা যাবে না।