দেশ

দেশের আর্থিক মন্দা নিয়ে সংসদে বিরোধীদের তীব্র বিক্ষোভের মুখে মোদি সরকার

দেশের আর্থিক মন্দা নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করল বিরোধীরা। তৃণমূল, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক অধিবেশন শুরু প্রথম থেকেই একের পর এক মুলতুবি প্রস্তাব পেশ করতে শুরু করেন। কাশ্মীর থেকে অর্থনৈতির মন্দা সব ইস্যুতেই মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী সাংসদরা। দেশের আর্থিক সংকট মোকাবিলায় মোদী সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিরোধীরা। এমনকী কিছু দিন আগে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও দেশের আর্থিক পরিস্থিতির জন্য মোদি সরকারকেই দায়ী করেছে। দ্বিতীয়বার মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে আর্থিক মন্দা দেখা দিয়েছে। বিভিন্ন শিল্পক্ষেত্রে উৎপাদন কমেছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত গাড়ি বাজার। শেয়ার বাজারের মন্দা কাটছেই না। একই সঙ্গে পাল্লা দিয়ে কমছে টাকার দাম। জিডিপি বৃদ্ধিও কমতে শুরু করেছে। কাজেই শীতকালীন অধিবেশনে যে মোদী সরকারকে এই নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য।