লকডাউনের মাঝেই দেশে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে ৷ বিগত ২৪ ঘণ্টায় দেশে ৩জন করোনার সংক্রমণে প্রাণ হারিয়েছে ৷ এদের মধ্যে একজন গুজরাত, একজন তামিলনাড়ু ও একজন মধ্যপ্রদেশের বাসিন্দা৷ আজ রাতে গুজরাত আমেদাবাদে বছর ৮৫-র এক প্রৌঢ়ার মৃত্যু হয়। তাঁর বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। করোনা উপসর্গ নিয়ে গত ২২ মার্চ আমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর একাধিক শারীরিক সমস্যা ছিল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, এই মুহূর্তে ৫৬৩ জন কোরোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷ সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত ৪৩ জন৷