জেলা

‘দেশে কমিউনিস্টদের মারা শুরু হয়েছে, মনে হয় পাওনা আছে’, জেএনইউকাণ্ডে কটাক্ষ দিলীপ ঘোষের

‘শিক্ষাঙ্গনে মারামারি কমিউনিস্টরাই আমদানি করেছে…এখন হিসেব বরাবর হচ্ছে’, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে সোমবার বিজেপি সাংসদ বলেন, ”এদেশে কমিউনিস্টদের মারা শুরু হয়েছে। মনে হয়, এটা তাদের পাওনা আছে, কারণ যা ব্যবহার করেছে। এটা অস্বাভাবিক কিছু নয়। হিসেব বরাবর হচ্ছে”। জেএনইউ-তে ছাত্র ও অধ্যাপকদের উপর হামলার ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ, সেই আবহে দিলীপের এই মন্তব্যে শোরগোল পড়েছে রাজনীতির দরবারে। জেএনইউ-তে হামলার ঘটনায় এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, ”কে কাকে মেরেছে আমরা কেউই বলতে পারব না। এটা ছাত্রদের ব্যাপার, বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, প্রশাসনের ব্যাপার। ওখানে কাদের আখড়া? মারপিট হলে অস্বাভাবিক কিছু নয়। শিক্ষাঙ্গন মারামারির জায়গা নয়। কে আমদানি করেছে এসব? কমিউনিস্টরা আমদানি করেছে। এসএফআই-কংগ্রেস করেছে। ত্রিপুরা, বাংলা, কেরালা ছাড়া আর তো কোথাও এমনটা হয় না। এদেশে কমিউনিস্টদের মারা শুরু হয়েছে। মনে হয়, এটা তাদের পাওনা আছে, কারণ যা ব্যবহার করেছে। এটা অস্বাভাবিক কিছু নয়। হিসেব বরাবর হচ্ছে”।

ফাইল চিত্র।