দেশ

দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৬, আক্রান্ত ৬৯৪

ভারতে ফের প্রাণ কাড়ল করোনা। একলাফে দেশে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হল ১৬। দেশে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৬৯৪। এখনও পর্যন্ত দেশে ৪৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে খবর। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবংআইসিএমআর-এর দাবি, সরকারি নির্দেশিকা মেনে চললে দেশের করোনা পরিস্থিতি সামলানো সম্ভব।

রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র১২৪
কেরল১১৮
কর্নাটক৫৫
তেলেঙ্গানা৪৪
গুজরাত৪২
রাজস্থান৪১
উত্তরপ্রদেশ৪১১১
দিল্লি৩৬
পঞ্জাব৩৩
হরিয়ানা৩০১১
তামিলনাড়ু২৬
মধ্যপ্রদেশ২০
অন্ধ্রপ্রদেশ১১
পশ্চিমবঙ্গ১০
বিহার
ছত্তীসগড়
উত্তরাখণ্ড
হিমাচল প্রদেশ
গোয়া
ওড়িশা
পুদুচেরি
মণিপুর
মিজোরাম
আন্দামান ও নিকোবর
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
লাদাখ১৩
জম্মু-কাশ্মীর১৩
চণ্ডীগড়
মোট৬৯৪১৬৪৫