ভারতে ফের প্রাণ কাড়ল করোনা। একলাফে দেশে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হল ১৬। দেশে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৬৯৪। এখনও পর্যন্ত দেশে ৪৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে খবর। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবংআইসিএমআর-এর দাবি, সরকারি নির্দেশিকা মেনে চললে দেশের করোনা পরিস্থিতি সামলানো সম্ভব।
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ১২৪ | ৩ | ১ |
কেরল | ১১৮ | ০ | ৬ |
কর্নাটক | ৫৫ | ২ | ৩ |
তেলেঙ্গানা | ৪৪ | ০ | ১ |
গুজরাত | ৪২ | ৩ | ০ |
রাজস্থান | ৪১ | ০ | ৩ |
উত্তরপ্রদেশ | ৪১ | ০ | ১১ |
দিল্লি | ৩৬ | ১ | ৬ |
পঞ্জাব | ৩৩ | ১ | ০ |
হরিয়ানা | ৩০ | ০ | ১১ |
তামিলনাড়ু | ২৬ | ১ | ১ |
মধ্যপ্রদেশ | ২০ | ১ | ০ |
অন্ধ্রপ্রদেশ | ১১ | ০ | ১ |
পশ্চিমবঙ্গ | ১০ | ১ | ০ |
বিহার | ৬ | ১ | ০ |
ছত্তীসগড় | ৬ | ০ | ০ |
উত্তরাখণ্ড | ৫ | ০ | ০ |
হিমাচল প্রদেশ | ৩ | ১ | ০ |
গোয়া | ৩ | ০ | ০ |
ওড়িশা | ২ | ০ | ০ |
পুদুচেরি | ১ | ০ | ০ |
মণিপুর | ১ | ০ | ০ |
মিজোরাম | ১ | ০ | ০ |
আন্দামান ও নিকোবর | ১ | ০ | ০ |
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ১৩ | ০ | ০ |
জম্মু-কাশ্মীর | ১৩ | ০ | ১ |
চণ্ডীগড় | ৭ | ০ | ০ |
মোট | ৬৯৪ | ১৬ | ৪৫ |