ভারতে করোনায় আক্রান্ত ৩৯ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৩ জনের। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৬৩২। অন্যদিকে দেশে মোট ১৩০১ জন রোগীর মৃত্যু হয়েছে।