দেশ

ধর্ষক বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

নির্ভয়া মামলায় অন্যতম দোষী বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিনয় শর্মার আইনজীবীর যুক্তি, তাঁর মক্কেল শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। জেলের ভিতর অকথ্য অত্যাচার চালানো হয়।  স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংশ্লিষ্ট তথ্য সঠিকভাবে রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়নি বলে অভিযোগ। কেন্দ্র জানায়, বিনয় শর্মা সব রকমভাবে সুস্থ রয়েছে। এরপর বিচারপতি আর ভানুমতি, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এ স বোপান্নার বেঞ্চ এই দাবির সারবত্তা নেই যুক্তি দেখিয়ে ধর্ষকের আবেদন খারিজ করে দেয়।