হিমাচল প্রদেশে ধস নেমে বন্ধ হয়ে গেল পাঁচ নম্বর জাতীয় সড়ক। মঙ্গলবার সকালে কিন্নৌর জেলার কশঙ্গ নালার কাছে ধস নামে। পাহাড়ের উপর থেকে যখন পাথর গড়িয়ে পড়ছিল তখন জাতীয় সড়কের উপর ছিল বেশ কিছু গাড়ি। তবে কোনও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। কেউ হতাহতও হননি। জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কিন্নৌরগামী এবং সেখান থেকে ফিরতি সব গাড়ি চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। ঘটনাস্থলে রাস্তা সাফাইয়ের কাজ করছে পুরসভার কর্মীরা। এদিকে, মঙ্গলবার থেকে আগামী ৪৮ ঘণ্টা উত্তরাখণ্ডের নৈনিতাল, পিথোরাগড়, রুদ্রপ্রয়াগ, চামোলি, তেহরি, দেরাদুনে বজ্রবিদ্যুত্ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পর্যটকদের পাহাড়ের উচ্চতর অঞ্চলে যেতে নিষেধ করেছে প্রশাসন। বিপর্যয় মোকাবিলা দপ্তর, পুলিস, দমকল সহ প্রতিটি জরুরি পরিষেবা সংগঠনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
#WATCH Himachal Pradesh: Traffic on National Highway 5 blocked after a portion of the mountain fell on the road near Kashang Nala in Kinnaur, today. pic.twitter.com/BCzylTewGT
— ANI (@ANI) June 25, 2019